নিজেকে জনগণের চাকর মনে করি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান নিজেকে জনগণের চাকর মনে করেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 04:11 PM
Updated : 17 Sept 2021, 04:11 PM

শুক্রবার জামালপুরে আওয়ামী লীগের এক সভায় তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার ভোটার আমার মনিব, আমি তাদের চাকর, সেবক। আপনাদের সেবা করতে চাই চাকর হিসেবে। এটা আমার দায়িত্ব, এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই।” 

সরিষাবাড়ী উপজেলার আওনা  ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ছবি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণের মধ্যে বিতরণ করেন।

এই সময় মুরাদ হাসান বলেন, “বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান, যারা দেখি নাই বা দেখে নাই সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা উচিত।”

তিনি বলেন, “আমরা উন্নয়নের মহাসড়কে হাঁটছি, আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস।”

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।