মাদারীপুরে প্রভাবশালীর বিরুদ্ধে বিদ্যালয় মাঠ দখলের অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রভাবশালীর বিরুদ্ধে বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 01:20 PM
Updated : 17 Sept 2021, 01:20 PM

উপজেলার এনায়েতনগর ইউনিয়নের রায়পুর কাচারিকান্দি গ্রামের আক্তার সরদারসহ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

রায়পুর কাচারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন বলেন, “বিদ্যালয়ের মাঠ দখল করে মাটি কেটে ধান ও কলাগাছ রোপণ করেছে তারা।

“আমি শিক্ষা অফিসারের কাছে গেলে তিনি ইউএনওর কাছে দরখাস্ত দিতে বলেন। পরে আমি সেখানে দরখাস্ত দিয়েছি।”

ইউএনও মাটি কাটার কাজ বন্ধ করে দিয়ে দলিলপত্র নিয়ে যেতে বলেছেন উভয়পক্ষকে।

তবে আক্তার সরদার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমার জমিতে আমি মাটি কাটতেছি এবং ধান ও কলাগাছ রোপণ করেছি। স্কুল যদি জমি পায় নেবে।”

তার ভাই এই বিদ্যালয়ের জন্য জমি দিতে গিয়ে নিজের জমির পাশাপাশি ভাইদের জমিও দিয়েছেন বলে তার অভিযোগ।

জায়গা মেপে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান।

এ ব্যাপারে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়ে আমি তহশিলদারকে পাঠিয়ে মাটি কাটার কাজ বন্ধ করেছি। বিদ্যালয়ের দলিল আনতে বলেছি। যারা দাবি করছে তাদেরও দলিল আনতে বলেছি। কার কী সমস্যা তা দেখে সিদ্ধান্ত নেব।”