শ্রীমঙ্গলে ‘বিরল’ সাপের সন্ধান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সাপের সন্ধান মিলেছে যেটি এর আগে এই অঞ্চলে দেখা যায়নি বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

বিকুল চক্রবর্তীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 06:59 PM
Updated : 16 Sept 2021, 06:59 PM

বৃহস্পতিবার বিকালে ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলো থেকে ‘মৃদু বিষধর’ এই সাপ উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে সাপটিকে ‘গ্রে ক্যাট স্নেক’ বলে উল্লেখ করেছেন।

সিলেট অঞ্চলে সাপটি আগে দেখা যয়নি বললেও বাংলাদেশের সাপের তালিকায় নাম রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, সাপটির পরিচয় উদ্ধার করতে ছবি গাজীপুরে শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট ও সর্প বিশেষজ্ঞ মো. সোহেল রানা এবং চট্টগ্রাম স্নেক ভেনম সেন্টারের সহকারী গবেষক বোরহান বিশ্বাসের কাছে পাঠানো হয়েছে।

তারা এটিকে গ্রে ক্যাট স্নেক বলে উল্লেখ করেছেন।

সোহেল রানা ছবি দেখে বলেন, “এটি দেখতে অনেকটা গ্রে ক্যাট স্নেকের মতো। তবে গ্রে ক্যাট স্নেকের চোখ একটু লালচে হয়; আর এটির চোখ সাদা।”

চট্টগ্রাম স্নেক ভেনম সেন্টারের সহকারী গবেষক বোরহান বিশ্বাস ছবি দেখে বলেন, “এই ক্যাট স্নেকের নাম বাংলাদেশীয় সাপের তালিকায় রয়েছে। এটি সহজে দেখা যায় না।”

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বৃহস্পতিবার বিকালে ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে সাপটি দেখার পর উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের সহযোগিতায় সেখান থেকে সাপটি উদ্ধার করেন তারা।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, এর আগে এ ধরনের সাপ এ অঞ্চলে দেখা যায়নি। সাপটি উদ্ধারের পর লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছবিটি পাঠালে প্রাথমিকভাবে এটিকে গ্রে ক্যাট স্নেক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গ্রে ক্যাট স্নেক মৃদু বিষধর সাপ এবং বর্তমানে বাংলাদেশে প্রায় বিলুপ্ত বলে তিনি জানান।