বঙ্গবন্ধু সকল প্রেরণার উৎস: তথ্য প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের সকল প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 03:06 PM
Updated : 16 Sept 2021, 03:06 PM

বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান, যারা দেখি নাই বা দেখে নাই সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ছবি রাখা উচিত।”

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবির দিকে অঙুলি নির্দেশ করে বলেন, “এটি কোনো ব্যক্তির নয়, এটি বাংলাদেশের ছবি, আর্দশের ছবি, অনুপ্রেরণার ছবি। ব্যক্তিকে অতিক্রম করে তা হয়ে উঠেছে আমাদের সকল প্রেরণার উৎস।”

প্রয়াত আওয়ামী লীগ নেতা আবুল কালাম মন্ডল স্মরণে আওয়ামী লীগ কামরাবাদ ইউনিয়ন শাখা আয়োজিত শোক সভায় তিনি উপস্থিত ছিলেন।

কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আখতার হোসাইনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সরিষাবাড়ী উপজেলা সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন প্রমুখ।