বরগুনায় ‘ভাইয়ের ছুরিকাঘাতে’ কৃষক নিহত

বরগুনার আমতলী উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 10:11 AM
Updated : 16 Sept 2021, 10:11 AM

সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নূরুল ইসলামের (৫০) বাড়ি ওই এলাকায়। 

নিহতের স্ত্রী রানী বেগম জানান, তার স্বামীর চাচাত ভাই সাগর মুন্সীর স্ত্রী আলেয়া বেগম এক বছর আগে তার কাছ থেকে ১০ কেজি চাল ধার নিয়েছিলেন। একাধিকার ফেরত চাওয়ার পরেও আলেয়া ওই চাল ফেরত দেননি। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আলেয়া তাদের বাড়ি গেলে রানী আবারও তাকে চাল ফেরত দেওয়ার কথা বলে।

“পরে আলেয়া বাড়ি গিয়ে ছেলে, জামাই ও নাতিদের জানালে সাগরসহ ৬/৭ জন নুরুলের বাড়িতে আসে। এ সময় উভয় পক্ষের মধ্য বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সাগর তার চাচাতো ভাই নুরুলর পিঠে ছুরিকাঘাত করে।”

পরে রক্তাক্ত অবস্থায় নূরুলকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রানী।

আমতলী থানার ওসি শাহআলম হাওলাদার জানান, হত্যার অভিযোগ পেয়ে আলমগীর ওরফে আলানূর, আলেয়া বেগম এবং খালেদা আক্তার নামের তিনজনকে আটক করা হয়েছে।

আর লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।