নড়াইলে প্রাইভেটকার পানিতে পড়ে ইউপি চেয়ারম্যান নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় প্রাইভেটকার পানিতে পড়ে ইউপি চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 07:14 AM
Updated : 16 Sept 2021, 07:14 AM

উপজেলার নড়াগাতী থানার সীমানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নড়াগাতি থানার ওসি রোকসানা খানম জানান।

নিহতরা হলেন- কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নড়াগাতীর শুড়িগাতি এলাকার খান রাসেল সুইট এবং টোনা গ্রামের শওকত সরদার (৫২)।

এ ঘটনায় চেয়ারম্যানের সফরসঙ্গী ওলিউল্লাহ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ওলিউল্লাহ বলেন, “বুধবার রাতে ইউপি চেয়ারম্যান বাড়ি থেকে থেকে প্রাইভেটকার নিয়ে বের হন। পথে টোনা চৌরাস্তা থেকে তিনিসহ দুইজনকে গাড়িতে তোলেন। পরে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তায় পাশের গর্তে পানির নিচে তলিয়ে যায়।

“এ সময় ওলিউল্লাহ গাড়ির জানাজা দিয়ে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।”

ওসি বলেন, প্রাইভেটকারটি উদ্ধার এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।