ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১১ আইনজীবী

ময়মনসিংহে ১১ জন আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আওয়ামী লীগপন্থি এক আইনজীবী।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 05:13 PM
Updated : 15 Sept 2021, 05:14 PM

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সদস্য মো. নূরুল হককে প্রধান আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন রেজাউল করিম চৌধুরী, ওসমান গণি মল্লিক মাখন, মাহবুবুর রশিদ তামান্না, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম সোহাগ, রাইসুল ইসলাম, তফাজ্জল হোসেন, আহসান উল্লাহ আনার, জহিরুল ইসলাম ও শামসুন্নাহার। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ৩১ অগাস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ শহরে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিলকালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে মানহানিকর ও উস্কানিমূলক স্লোগান দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।