ফরিদপুর ‘ইয়াবাসহ ৭ প্রতারক’ আটক

ফরিদপুরে ইয়াবাসহ সাত প্রতারককে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 08:28 AM
Updated : 15 Sept 2021, 08:28 AM

র‌্যাব ৮-এর ফরিদপুর ক্যাম্পের কমান্ডার মেজর মো. আব্দুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে জেলার মধুখালী উপজেলার ডুমাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন ওই এলাকার মো. সখিন বিশ্বাস(৩২), মো. বিপ্লব শেখ (২৫), মো. পারভেজ শেখ (২৫), মো. সাখাওয়াত শেখ (২২), মো. মিঠুন শেখ(২৫), শেখ আবু সাইদ (২২) ও মো. এনামুল হোসেন(২৫)।

র‌্যাব কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “আটককৃতরা নিজেদের বিকাশ হেড অফিসের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে সরল মানুষের কাছ থেকে তাদের বিকাশ হিসাবের পিন নম্বন নিতেন। তাদের হিসাবের টাকা নিজেদের হিসাবে পাঠিয়ে দিতেন। প্রতারকদের বিকাশ হিসাবগুলোও অবৈধ। তারা ভুয়া ঠিকানা দিয়ে মোবাইল সিম নিবন্ধন করে তার মাধ্যমে বিকাশ হিসাব খুলতেন।”

আটকৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আব্দুর রহমান।