জয়পুরহাটে স্ত্রীর মামলায় রাজস্ব কর্মকর্তা কারাগারে

জয়পুরহাটে এক স্কুল শিক্ষিকার করা যৌতুক মামলায় তার স্বামী রাজস্ব কর্মকর্তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 04:45 PM
Updated : 14 Sept 2021, 04:45 PM

মঙ্গলবার জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম মো. জাহাঙ্গীর আলম এ আদেশ দেন।

আসামি জুবায়ের রহমান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রান্ডিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সাতক্ষীরা সদরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালে কালাই উপজেলার বিনইল গ্রামের মেয়ে এক স্কুল শিক্ষিকার সঙ্গে জুবায়েরের বিয়ে হয়।

বিয়ের সময় জুবায়ের ছিলেন বেকার। পরবর্তীকালে একটি ব্যাংকে কিছুদিন চাকরি করেন। সবশেষে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন।

জুবায়ের প্রথম বিয়ে গোপন করে পরে এক নারী চিকিৎসককে বিয়ে করেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মামলার বাদী স্কুল শিক্ষিকার পরিবারের কাছে জুবায়ের ১০ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, গত বছর ১৩ সেপ্টেম্বর জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে স্কুল শিক্ষিকা যৌতুকের মামলা করেন জুবায়েরের বিরুদ্ধে। এরপর তিনি আদালতে হাজির হয়ে আপস করার শর্তে জামিন নিয়ে মুক্ত হন। সম্প্রতি জামিনের মেয়াদ শেষ হলে তিনি আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করলে তা নাকচ হয়ে যায়।  

আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাকসুদ এবং বাদীর আইনজীবী ছিলেন মানিক হোসেন, রফকিুল ইসলাম তরুণ ও জুয়েল।