সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৪৪ জেলে আটক

সুন্দরবনের নদীখালে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বনবিভাগ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 10:01 AM
Updated : 14 Sept 2021, 10:01 AM

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সোমবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের মেহের আলীর চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক করা ফিশিং ট্রলারগুলো হল- ‘এফবি মায়ের দোয়া’, ‘এফবি মামা-ভাগ্নে’, ‘এফবি তাহিরা-১’ ও ‘এফবি ইউসুফ’।

ট্রলার চারটির মালিক পিরোজপুরের রাজা মিয়া ও মোশারেফ হোসেন নামে দুই মাছ ব্যবসায়ীর বলে বনবিভাগ জানিয়েছে। তবে আটক জেলেদের বাড়ি কোথায় তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বেলায়েত বলেন, অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের বিভিন্ন নদী খালে জেলেরা মাছ শিকার করছে খবরে বনবিভাগের বিশেষ দল ঘটনাস্থলে যায়।

এ সময় মাছ ধরার জন্য বনবিভাগের অনুমতির (পাশ পারমিট) কাগজ দেখাতে না পারায় চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করে দুবলা জেলে পল্লীর বনবিভাগের টহল ফাঁড়িতে রাখা হয়।

আইন লঙ্ঘন করায় আটক জেলেদের জরিমানা করা হবে বলে জানান এ বন কর্মকর্তা।