সুন্দরবনে আহত হরিণ উদ্ধার, সুস্থ করে ফের অবমুক্ত

সুন্দরবনে আহত একটি মায়া হরিণ উদ্ধারের পর চিকিৎসা দিয়ে ফের বনে অবমুক্ত করা হয়েছে, যেটি ‘বাঘের আক্রমণের’ শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2021, 12:15 PM
Updated : 13 Sept 2021, 12:15 PM

সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের বনে হরিণটিকে অবমুক্ত করেছে বনবিভাগ।

মায়া হরিণটির বাম কানের নিচে ক্ষত চিহ্ন রয়েছে, যেটা বাঘের নখের আক্রমণের কারণে হয়েছে বলে বনবিভাগের ধারণা।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবনের ঘাগড়ামারী ফরেস্ট স্টেশনের লোকালয় সংলগ্ন ঢাংমারী খাল তীরবর্তী খেজুরিয়া গ্রামের ভিলেজ টাইাগার রেসপন্স টিম গ্রামে একটি মায়া হরিণ দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়।

“আমরা সেখানে যেয়ে দেখি হরিণটির বাম কানের নিচে বাঘের নখের আক্রমণের ক্ষত চিহ্ন। ওই ক্ষত স্থানে পচন ধরে পোকা হয়ে গিয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা হরিণটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বনের মধ্যে আবার অবমুক্ত করেছি।”

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে বনের ভেতরে বাঘ হরিণটিকে আক্রমণ করেছিল। হরিণটি বাঘের সাথে ধস্তাধস্তি করে পালাতে সক্ষম হয়। পরে পথ ভুলে হয়তো লোকালয়ে চলে এসেছে।