মাদারীপুরে আওয়ামী লীগে ঐক্যর ডাক বাহাউদ্দিন নাছিমের

মাদারীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2021, 06:37 PM
Updated : 12 Sept 2021, 06:37 PM

রোববার রাজৈরে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

নাছিম বলেন, “শেখ হাসিনা যা বলবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত, সেটা মেনেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।”

সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ করতে দলের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সেভাবেই রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন নাছিম।

“আমরা সকলে মিলে দলের নীতি আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাব। শেখ হাসিনার নির্দেশই আমাদের শেষ কথা।”

রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম, জেলা সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য প্রমুখ।

মাদারীপুরে দীর্ঘদিন ধরে দুই প্রভাবশালী নেতার বলয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আছেন।

সম্প্রতি আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভায় মাদারীপুরের দ্বিধাবিভক্তি পরিহার করে মিলেমিশে দলকে সুংগঠিত করার নির্দেশ দেন দলের সভাপতি শেখ হাসিনা।