মোংলা পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ বগি

মেট্রোরেলের আরও চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2021, 05:11 PM
Updated : 12 Sept 2021, 05:38 PM

রোববার বিকালে পানামার পতাকাবাহী এমভি প্রিসিয়ার্স কোরাল নামের জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, গত ২৫ অগাস্ট জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এ জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জাম রয়েছে।

“খালাস শেষে বগি ও ইঞ্জিনগুলো নদীপথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে।”

এর আগে তিনটি জাহাজে মেট্রোরেলের মোট ৩০টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এরই মধ্যে এসব বগি মেট্রোরেলে সংযোজন করে হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের বগিগুলো মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতা প্রমাণ হয়েছে। এর আগে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালপত্র ও যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে আসে।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) জানায়, ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল লাইন নির্মিত হচ্ছে।

গত ২৯ অগাস্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল লাইনের ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে।