বান্দরবানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচিতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ একদিন পর উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।  

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2021, 03:24 PM
Updated : 12 Sept 2021, 03:24 PM

রোববার বিকালে সাঙ্গু নদীর উজানে তিন্দুর বড় পাথর এলাকায় ঘটনাস্থলের পাশে তার মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফজলে এলাহী ফয়সাল (২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব মেরাশামী গ্রামের ফজলুল হকের ছেলে।

থানচি থানার ওসি সুদীপ রায় জানান, শনিবার দুপুরে ১২ জন পর্যটকের একটি দল তিনটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সাঙ্গু নদীর উজানে তিন্দুর বড় পাথর এলাকায় বেড়াতে গিয়েছিলেন। পরে সেখানে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন ফয়সাল।

“রোববার বিকালে ঘটনাস্থল থেকে পাচঁশ গজ দূরে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তার লাশ উদ্ধার করেন।

তিন্দুর বড় পাথর এলাকা থানচি সদর থেকে ১২ কিলোমিটার দূরে।

মরদেহ থানচি সদরে নিয়ে আসা হচ্ছে জানিয়ে ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে তার বাবা-মা এসেছেন। তার অভিভাবকরা চাইলে ময়নাতদন্ত করে পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হবে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানি বলেন, বাইরে থেকে পর্যটকরা পাহাড়ি এলাকায় বেড়াতে এলে অতি উৎসাহিত হয়ে তারা যেখানে সেখানে যেতে চায়। কোথায় কী করতে হবে অনেকের জানা নেই। সহযোগিতার জন্য স্থানীয় গাইড নিয়ে যাওয়ার নিয়ম রয়েছে।

“উপজেলা প্রশাসনের পর্যটন তথ্য কেন্দ্রে নিবন্ধন করা এবং স্থানীয় গাইড নিয়ে বেড়াতে যাওয়া বাধ্যতামূলক নিয়ম থাকলেও কেন এসব নিয়ম মানা হয়নি তার কারণ জানা যায়নি।”

থানচির প্রবেশমুখে এখন থেকে বড় বিলবোর্ড স্থাপন করে এসব নিয়মগুলোর বিষয়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান ইউএনও।