কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় এক মাইক্রোবাস চালক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2021, 10:59 AM
Updated : 12 Sept 2021, 10:59 AM

রোববার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম ১২ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ঝিনাইদহের স্বরূপদহ গ্রামের রজব আলী জোয়াদ্দারের ছেলে মানিক জোয়াদ্দার (৩৭), মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের হাসান আলীর ছেলে কোরবান আলী (৪৭), সদর উপজেলার বাহির বোয়ালদহ গ্রামের আফিল উদ্দিন সর্দারের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার (৫২), চরসাদিপুর গ্রামের নুজদার সেখের ছেলে সোহান (৩৭), মাগুড়া জেলার হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন মান্না ওরফে সাগর (৩৭) ও আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের নফর আলী শাহের ছেলে কাওছার আলী (৪০)।

রায় ঘোষণার সময় শুধু কাওছার আদালতে উপস্থিতি ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালের ২৮ জুলাই রাতে সদর উপজেলার আইলচারা গ্রামের স্টিল ব্রিজ এলাকায় ছিনতাই চক্রের সদস্যরা মাইক্রোবাস চালক কাবিজুর রহমানকে (৪০) মাইক্রোবাসসহ অপহরণ করে। পরে তারা কাবিজুরকে শ্বাসরোধে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

এ ঘনায় নিহতের ভাই মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের আব্দুর রউফ বাদি হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১০ সালে ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানার এসআই সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

এছাড়া এ মামলায় ছলেমান নামের একজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।