সিরাজগঞ্জে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪

সিরাজগঞ্জের এনায়েতপুরে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2021, 01:01 PM
Updated : 11 Sept 2021, 01:01 PM

চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শনিবার সকালে ঘটনাস্থলের ভাটিতে শাহজাদপুর উপজেলার হাটপাচিল এলাকায় আব্দুস সাত্তার (৫৫) নামে  এই ব্যক্তি মৃতদেহ ভেসে ওঠে।

আব্দুস সাত্তার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খুরমা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

বৃহস্পতিবার বিকালে জামালপুর থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলীর মাজার শরীফে যাওয়ার পথে এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় নৌকা কাত হয়ে কয়েকজন পানিতে পড়ে যায়। অন্যরা সাঁতরে উঠলেও সাতজন নিখোঁজ হয়।

নিখোঁজদের মধ্যে সাত্তারসহ চারজনের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে দূরে শাহজাদপুর উপজেলার হাটপাচিল এলাকায় আব্দুস সাত্তারের মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজদের সন্ধানে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় যমুনা নদীতে সন্ধান চালাচ্ছে বলে জানান পরিদর্শক আমিনুল।