শার্শায় ক্লিনিক থেকে শিশু চুরি, দুদিনেও উদ্ধার হয়নি

যশোরের শার্শার একটি ক্লিনিক থেকে দুই দিন বয়সী এক শিশু চুরি হওয়ার দুদিনেও উদ্ধার হয়নি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2021, 05:19 PM
Updated : 10 Sept 2021, 05:19 PM

উপজেলার নাভারন বাজারের চেয়ারম্যান মার্কেটের ‘নাভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে বৃহস্পতিবার এই শিশ চুরি হয়।

'নাভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু সাঈদ হিমন জানান, “বৃহস্পতিবার বেলা ২টার দিকে শিশুটি চুরি হয়। ক্লিনিক থেকে যেহেতু শিশুটি চুরি হয়েছে তাই পুলিশের পাশাপাশি আমরাও খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি।”

ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনাটি তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে জানান বলে তিনি জানান।

চুরি হওয়া শিশুটি যশোরের ঝিকরগাছা উপজেলার মধুখালি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। গত মঙ্গলবার এই ক্লিনিকে তার স্ত্রী রেক্সনা খাতুনের (২৫) মেয়ে হয়।

স্বজনদের বরাতে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, “শিশুটিকে তার মা বেডে রেখে শৌচাগারে যান। এ সময় শিশুটির দাদি পাশের বেডে ঘুমিয়েছিলেন। ফিরে এসে দেখেন শিশুটি নেই।”

সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সিসি ক্যামেরায় দেখা গেছে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছে এক নারী। ক্লিনিকের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। তবে সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে শিশুটি উদ্ধারের কাজ চলছে।”

থানা পুলিশ, পিবিআই ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।

এ ব্যাপারে শার্শা থানায় শুক্রবার রাতে একটা মামলা করা হয়েছে বলে জানান শিশুটির বাবা বিল্লাল হোসেন।