সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের দুদিনের কর্মশালা

সাতক্ষীরায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকদের দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2021, 05:05 PM
Updated : 10 Sept 2021, 05:05 PM

জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু সাংবাদিকতার এ অধ্যায় শিশুদের ব্যক্তিত্ব গঠনে যতটা না সহায়ক তার থেকে বেশি তাদের নেতৃত্ব ও দায়িত্ববোধ জাগ্রত করে।

শিশুদের আত্মিক বিকাশের জন্য জ্ঞানার্জন ও পাঠাভ্যাস বাড়ানোর আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক অগ্রঃ (বিসর্গ)। সমগ্র প্রশিক্ষণ কর্মশালা সমন্বয় করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন হ্যালোর নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়।

কর্মশালায় বক্তব্য রাখেন ও অংশ নেন শিশু সাংবাদিক নিবিড় মেহেদী, আদৃতা বর্ষা, নাফিসা রাইছানা, রোকাইয়া কুলসুম পাহাড়ী, সুদিপ্তা সিংহ, মেহেরুন নেছা, সামিহা খান, মুশফিকা নাজনিন ইভা, নোমান ইমতিয়াজ প্রিন্স, গালিব নিয়াজ, মো. তানভির আহছান, অরিত্র দাশ, নবেন্দু মন্ডল, অনিত আঢ্য, সিদরাতুল মুনতাহা অন্নি, মেহেরীন মোস্তফা, অয়ন্তিকা বর্মন রিমি ও শেখ মিফতাহুল জান্নাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ও সাতক্ষীরায় হ্যালোর সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন।

শনিবার কর্মসূচির শেষ হবে বলে জানান শরীফুল্লাহ কায়সার সুমন।