ঝিনাইদহে দেড় কেজি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

ঝিনাইদহে এক বাসযাত্রীকে আটকের পর তার কাছ থেকে প্রায় দেড়কেজি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2021, 03:20 PM
Updated : 10 Sept 2021, 03:20 PM

শুক্রবার চুয়াডাঙ্গা সড়কের ভেটরিনারি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে জেলা গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম চাঁদপুর জেলার হাজীগঞ্জের আব্দুল মোমিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলারর সীমান্ত থেকে বাসযোগে একটি স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে খবর পায় পুলিশ। সেই মতো পুলিশ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ভেটরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি শুরু করে।

“দুপুরে রয়েল পরিবহনের একটি বাস থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে এক কেজি ৪২৫ গ্রাম ওজনের স্বর্ণলংকার পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।”

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে বলে আনোয়ার জানান।

গ্রেপ্তার রফিকুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গার এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারের চালান গ্রহণ করেন রফিকুল। সেগুলো ঢাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেও তিনি একটি চালান ঢাকায় নিয়ে গিয়েছিলেন।