যশোরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতি নিহত

যশোর শহরে বাস চাপায় একটি ভ্যানের আরোহী নাতি ও নানি নিহত হয়েছেন; আহত হয়েছেন একই পরিবারের আরও দুই জন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 05:18 PM
Updated : 9 Sept 2021, 05:18 PM

চাঁচড়া-পালবাড়ী সড়কের খোলাডাঙ্গা রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে যশোর কোতয়ালি থানার পরিদর্শক শেখ তাসনীম আহমেদ জানিয়েছেন।   

নিহতরা হলেন সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৭০) ও সিরাজসিংহা গ্রামের সুজায়েত আলীর মেয়ে সুমাইয়া (১৪)।

আহত মামুন (২৪) এবং শ্যামলীকে (১২) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক তাসনীম বলেন, দুপুর আড়াইটার দিকে জাহানার বেগম, তার নাতি সিরাজসিংহা গ্রামের সুজায়েত আলীর ছেলে মামুন (২৪), মামুনের বোন সুমাইয়া (১৪) ও খালাতো বোন একই গ্রামের মোহাম্মদ লিটনের মেয়ে শ্যামলী (১২) ভ্যানে করে যশোর শহরে যাচ্ছিলেন।

“খোলাডাঙ্গা রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে পিছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ওই ভ্যানের চার আরোহী গুরুতর আহত হন।”

তাসনীম জানান, আহতদের যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহানারা বেগম ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক শাহীনুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই নানি ও নাতনি মারা গেছেন। আহত দুজনের অবস্থা গুরুতর।

বাসটি আটক করা হয়েছে; তবে চালক ও সহকারীরা পলাতক বলে তাসনীম জানান।