সিলেটে ২ নারীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

সিলেটের গোয়াইনঘাটে জমির বিরোধের জেরে দুই নারীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের ফাঁসির দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 09:56 AM
Updated : 9 Sept 2021, 09:56 AM

সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মখলিছ ওরফে মখন (৫৫) গোয়াইনঘাট উপজেলার পানথুমাই গ্রামের আছকর আলীর ছেলে।

এছাড়া তার স্ত্রী রাহেলা বেগমকে (৪৮) তিন বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

ওই আদালতের পিপি নিজাম উদ্দিন মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ২৫ এপ্রিল এলাকার পিয়াইন নদীর পারে মুর্তা বেতের বাগানে কাজ করতে যান গোয়াইনঘাট উপজেলার পানথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫০) ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম(৪৫)। ওই বাগানের মালিকানা নিয়ে একই গ্রামের মখলিছ আলী ওরফে মখনের সঙ্গে তাদের বিরোধ ছিল। বিরোধের জেরে ওই দিন বেলা ১২টার দিকে মালেকা ও হাসিনা বেগমকে হত্যা করেন মখন। আর তার স্ত্রী রাহেলা বেগম মামলার আলামত কোদাল লুকিয়ে রাখেন এবং আলামত নষ্ট করার চেষ্টা করেন।

ঘটনার পরদিন নিহত হাসিনা বেগমের ছেলে আব্দুস সবুর চারজনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গোয়াইনঘাট থানার তৎকালীন এসআই মশিউর রহমান ২০১৬ সালের ১৩ এপ্রিল দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। তদন্তে অপর দুইজনের সংশ্লিষ্টতা না থাকায় তাদের অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।

মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয় বলে জানান পিপি নিজাম উদ্দিন।