মোংলায় জাহাজে ‘ছিদ্র’, আমদানি করা গাড়ির ডেকে পানি

মোংলা বন্দরে আমদানি করা গাড়ি বহনকারী একটি বিদেশি জাহাজে ‘ছিদ্র হয়ে’ পানি ঢুকেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2021, 09:41 AM
Updated : 8 Sept 2021, 10:02 AM

মালয়েশিয়া স্টার নামে জাহাজটির খুলনার এজেন্ট ওহিদুজ্জামান বলেন, জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে মোংলায় আসে। এরপর গাড়ি খালাস করতে গিয়ে তারা পানি দেখতে পান।

“জাহাজটির নিচে একটি ছোট ছিদ্র হয়েছিল। ১৬টি গাড়ি পানির মধ্যে ছিল। পানি সরিয়ে গাড়িগুলো নিরাপদে সরিয়ে আনা হয়েছে। জাহাজও ঠিক হয়ে গেছে। এখন নিরাপদে আছে। আর কোনো সমস্যা নেই। বৃহস্পতিবার জাহাজটি বন্দর ছেড়ে যাবে।”

কীভাবে ছিদ্র হয়েছিল, কীভাবে তা ঠিক হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।

জাহাজে ৬৩৯টি গাড়ি ছিল জানিয়ে ওহিদুজ্জামান বলেন, এগুলো ঢাকা, চট্টগ্রাম ও খুলনার কয়েকজন আমদানিকারক এনেছেন।

বন্দরের একজন কর্মকর্তা বলেন, গত সোমবার রাতে জাহাজটির নিচের অংশে পানি নজরে আসে তাদের। এর আগেও কয়েকবার মোংলা বন্দরে গাড়ি নিয়ে এসেছিল জাহাজটি। গাড়ি খালাস করে এক দিন আগেই তার বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে তিনিও বলতে পারেননি কীভাবে জাহাজে ছিদ্র হয়েছিল।