রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাসচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালক আব্দুস সালাম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2021, 08:46 AM
Updated : 8 Sept 2021, 09:05 AM

বুধবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- সোহেল রানা, নূরুন্নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এছাড়া এ হত্যা মামলার অপর দুই আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ২৩  এপ্রিল রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে বাস চালক আব্দুস সালামকে (৫৫)  এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সালামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায নিহতের ছেলে পিয়াস বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।