জাতীয় বিশ্ববিদ্যালয়: ভর্তির আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির প্রাথমিক অনলাইন আবেদন ১২ সেপ্টেম্বর শুরু হবে; চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 01:02 PM
Updated : 7 Sept 2021, 02:15 PM

এই শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ২০ অক্টোবর শুরু হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম একথা জানান।

তিনি জানান, ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ১২ সেপ্টেম্বর বিকাল ৪টায় শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। ওই কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

“আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর ২০২১ তারিখ থেকে শুরু হবে।”