বিএসটিআই সনদ না থাকায় বাগেরহাটে বেকারির জরিমানা

বাগেরহাট শহরের বিএসটিআই সনদ ছাড়া বেকারি পণ্য তৈরির করায় একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 10:06 AM
Updated : 7 Sept 2021, 10:06 AM

সোমবার দুপুরে কচুয়াপট্টি এলাকায় সুমন বেকারির কারখানায় এ অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী।

সাংবাদিকদের তিনি বলেন, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের সুমন বেকারির কারখানায় অভিযান চালান তারা।

“প্রতিষ্ঠানটির বিএসটিআই সনদ নেই। এছাড়া তারা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তেরি করে বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে।”

এ কারণে ভোক্তা অধিকার আইন এবং বিএসটিআইয়ের ২০১৮ সালের আইনে কারখানা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান রিফাত নূর।

তিনি বলেন, কারখানার মালিককে বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ করতে এবং স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য ঊৎপাদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান ও বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।