আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা

ঢাকার সাভারের আশুলিয়ায় ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 09:04 AM
Updated : 7 Sept 2021, 09:12 AM

আশুলিয়া থানার পরিদর্শক (অপরারেশন) আব্দুর রাশিদ জানান,

সোমবার রাতে অজ্ঞাত পরিচয় ৩০/৪০ জনকে আসামি করে ‘শুভ জুয়েলার্সের’ মলিক মনোরঞ্জন রাজবংশীসহ আরও ছয়জন মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারের বরাতে তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে মনোরঞ্জন তার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে  অন্যান্য জুয়েলার্স দোকানের মালিকরা রাত সাড়ে ১০টার মধ্যে তাদের দোকান বন্ধ করে যার যার বাসায় চলে যান। প্রতিদিনের মত দোকান গুলোর সামনে নিরাপত্তাকর্মীরা পাহারা দিচ্ছিলেন।

আনুমানিক দেড়টার দিকে বংশী নদি দিয়ে স্পিডবোট ও ট্রলারে করে ৩০ থেকে ৪০ জনের একটি ডাকাত দল রাইফেল, রাম দা, হাইড্রোলিক কাটার, সেলাই রেঞ্জ ও লোহার রড নিয়ে বাজারে প্রবেশ করে। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি মুদি দোকানের মধ্যে বেঁধে রাখে।

পরে ডাকাতরা ১৭টি স্বর্ণের দোকান থেকে ৭৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২৬ ভরি স্বর্ণালংকার, ৯ লাখ ১২ হাজার টাকা মূল্যের ৯১২ ভরি রুপা ও নগদ ১৭ লাখ ৬০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

পরিদর্শক আব্দুর রাশিদ বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।