চুয়াডাঙ্গায় ডিআইজি পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গায় ডিআইজি পরিচয় দেওয়া এক ব্যক্তি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 05:56 AM
Updated : 7 Sept 2021, 05:56 AM

সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের হাসেম আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৮) ও তার সহযোগী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের হামিদ আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫)।

ওসি বলেন, উজ্জ্বল নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। একই উপজেলার প্রাগপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক তরুণকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে আট লাখ টাকা দাবি করেন উজ্জ্ব। মহিদুল ৩৯ হাজার ৫০০ টাকা দেন। বাকি টাকা পরে দেবেন বলে কথা হয়। একপর্যায়ে সন্দেহ হয় মহিদুলের। তিনি আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ উজ্জ্বল ও লতিফকে গ্রেপ্তার  করে বলে জানান ওসি আলমগীর কবির।