নীলফামারীতে জামায়াতের ২৮ নেতাকর্মী কারাগারে

নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা জামায়াতের ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2021, 02:47 PM
Updated : 6 Sept 2021, 02:47 PM

সোমবার দুপুরে দলটির ৩০ নেতাকর্মী আদালতে হাজির হন এবং তাদের মধ্যে দুই জন জামিন আবেদন করেন।

জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার দুই জনের জামিন মঞ্জুর করেন এবং ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায় বলেন, তারা প্রত্যেকেই নাশকতার মামলার অভিযোগপত্রের আসামি; মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন। বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, একাদশ সংসদ নির্বাচন বানচাল এবং সরকারবিরোধী কর্মকাণ্ডসহ সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বিকালে ডোমার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় গোপন বৈঠক করেন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

এমন খবর পেয়ে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত কর্মী কামরুজ্জামান ওরফে কামু (৩৮) ও ইয়াকুব আলীকে (৪৫) আটক করে।

এ ঘটনায় ওই দিন রাতেই ডোমার থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ৭০/৮০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৮ ডিসেম্বর ৭৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি অক্ষয় কুমার রায় জানান, মামলার ৭৯ আসামির মধ্যে ছয় মাস কারাভোগের পর ৩০ জন উচ্চ আদালত থেকে জামিন নিলেও ৪৯ জন পলাতাক ছিলেন। পলাতক আসামীরদের মধ্যে সোমবার ৩০ জন আদালতে আত্মসমর্পণ করেন এবং দুই জন জামিন প্রার্থনা করেন।