আশুলিয়ায় ১৮ সোনার দোকানে ডাকাতি

ঢাকার আশুলিয়ায় ‘পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে’ এক রাতে ১৮টি সোনার দোকানে ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2021, 07:56 AM
Updated : 6 Sept 2021, 08:43 AM

ডাকাতরা নিয়ে গেছে ‘কয়েক শ ভরি’ সোনার গয়না ও টাকা। তাছাড়া একই সময় সেখানকার একটি মুদিদোকানেও ডাকাতি হয়েছে।

আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, রোববার গভীর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটে।

বাজারটি বংশী নদীর কাছে হওয়ায় ডাকাতরা সহজেই ট্রলারে করে পালিয়ে যায়।

এসআই হারুন অর রশিদ প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “মুখোশধারী ডাকাতরা বাজারের পাঁচ নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে মারধর করে।

“তারা তালা ভেঙে জবা জুয়েলারি ওয়ার্কশপ, তুহিন জুয়েলারি ওয়ার্কশপ, শ্রুতি জুয়েলারি অ্যান্ড ডাইস কার্টিংসহ ১৮টি স্বর্ণের দোকান থেকে কয়েক শ ভরি সোনার গয়না ও টাকা লুট করে। তখন একটি মুদি-মনোহরি দোকানেও ডাকাতি করে তারা। তারপর তারা নদী পথে ট্রলারে করে পালিয়ে যায়।”

ডাকাতির পর থেকে বাজারে ব্যবসায়ীসহ এলাকার দোকানিরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, পুলিশ ডাকাতি হওয়া মালপত্র উদ্ধারসহ ডাকাতদের আটকের চেষ্টা করছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।