‘নেশার টাকা না পেয়ে’ বাবাকে হত্যা

রাজশাহীতে ‘নেশার টাকা না পেয়ে’ বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 07:02 AM
Updated : 5 Sept 2021, 07:11 AM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের রাজপাড়া থানার অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান।

নিহত জুয়েল হোসেনের (৫০) বাড়ি ওই এলাকায়।

তার ছেলেকে (১৭) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। (অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হল না।)   

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, নেশার টাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে।

“পরে জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, জুয়েলের ছেলে মাদকাসক্ত; নেশার টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখায় ছেলেটি পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।