দ্বিতীয় দফা চেষ্টায় ভোট দিলেন জাপা প্রার্থী আতিক

ইলেকট্রনিক ভোটিং মেশিনে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় প্রথম দফায় ভোট দিতে না পারলেও দ্বিতীয় দফার চেষ্টায় ভোট দিতে পেরেছেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2021, 11:08 AM
Updated : 4 Sept 2021, 11:08 AM

শনিবার বেলা ৩টা ৫০ মিনিটে রেবতী রমন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

আতিক বলেন, “সকালে ভোট দিতে একটি বুথে ঢুকলেও ইভিএমে ভোট দিতে ব্যর্থ হই। পরবর্তী সময়ে একে একে কেন্দ্রের আরও দুটি বুথে গিয়ে চেষ্টা করলে আঙ্গুলের চাপ না মেলায় ভোট দিতে পরিনি। পরে নির্বাচনী কর্মকর্তারা টেকনিক্যাল সমস্যা সমাধান করার পর ভোট দিতে পেরেছি।”

প্রযুক্তিগত কারণে জটিলতা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন রেবতী রমন উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মাসুদ রানা।

তিনি বলেন, “প্রথম দফায় জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান ভোট দিতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতনদের জানানোর পর সমস্যার সমাধান হয়। দ্বিতীয়বার চেষ্টায় ভোট দেন তিনি।”

আওয়ামী লীগের মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনে উপনির্বাচনে যে চারজন প্রার্থী, তার একজন লাঙল প্রতীকের আতিক।