মুন্সীগঞ্জে গৃহবধূকে এসিড নিক্ষেপ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় এক নারীকে এসিড নিক্ষেপ করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2021, 08:54 AM
Updated : 4 Sept 2021, 08:54 AM

উপজেলার বাঘড়া এলাকার কাদির মেম্বারের বাড়ির সামনে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান।

দগ্ধ মাহমুদা বেগমকে (৪৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মাহমুদা বেগমের পবিবারের সদস্যরা জানায়, শাইনপুকুর এলাকার একটি মসজিদ কমিটি নিয়ে মাহমুদার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার রায়হান ওরফে মজিদ, আলমগীর, কালু ও রনিসহ বেশ কয়েকজনে দ্বন্দ্ব চলছিল।

এর জেরে শুক্রবার প্রতিপক্ষের লোকজন হামলা চালালে ভয়ে মাহমুদা তার চাচাতো বোন নুরুন নাহারকে নিয়ে একটি অটোরিকশায় করে বাঘড়া এলাকায় এক আত্মীয়র বাড়ির দিকে রওনা দেন।

এ সময় প্রতিপক্ষের লোকজন দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। অটোরিকশাটি বাঘড়া এলাকার কাদির মেম্বারের বাড়িরে সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন মাহমুদাকে এসিড ছুঁড়ে মারে। এতে মাহমুদার পিঠের বেশ কিছু অংশ ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহিয়া বলেন, এসিডে ঝলসে যাওয়ায় মাহমুদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।