বাংলাদেশের সীমায় ‘মাছ শিকার’, ১৩ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ১৩ ভারতীয় জেলেসহ তাদের একটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2021, 09:15 AM
Updated : 3 Sept 2021, 12:55 PM

কোস্ট গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ বৃহস্পতিবার রাতে সমুদ্রে টহল দেওয়ার সময় এ অভিযান চালায় বলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্ট্যান্ট কমান্ডার আমিরুল হক জানান।

তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় ‘পিতা মাতার অশির্বাদ- ১২’ নামের একটি ভারতীয় ট্রলার অবৈধভাবে মাছ শিকারের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের টহলরত জাহাজটি তাদের ধাওয়া করে আটক করে।

জব্দ করা ট্রলার ও আটক ১৩ ভারতীয় জেলেকে মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান আমিরুল।