পঞ্চগড়ে ১১ রোহিঙ্গা আটক

পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ছয় শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 01:19 PM
Updated : 2 Sept 2021, 01:19 PM

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পৌর ভবনের পাশে হানিফ কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

ফাইল ছবি

আটকরা হলেন, কবির (২১), জুবাইরা বেগম (২০), ছুমাইয়া (১), ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম (৩০), দিনু ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬), নজরুল ইসলাম (৪) এবং আবু তাহের (২০)।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, ছয় শিশুসহ ওই ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য শহরের ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে বাসের টিকিট কেনেন। পুলিশ হানিফ কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেন তিনি।

তবে তারা পঞ্চগড়ে কোথা থেকে এসেছেন তা স্পষ্ট করা হয়নি।