মাদারীপুরে ‘পাওনা টাকা চাওয়ায় বড় ভাইকে’ খুন

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে বলে  অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 11:50 AM
Updated : 2 Sept 2021, 11:50 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফালান বেপারী (৫৮) ওই গ্রামের দলিল উদ্দিন বেপারীর ছেলে।

এবং অভিযুক্ত ছোট ভাইয়ের নাম কালাম বেপারী। নিহত ও অভিযুক্ত

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, গুরুতর অবস্থায় ফালানকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

“খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশর একাধিক টিম। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

নিহতের ছেলে সবিজ বেপারী জানান, ৬ মাস আগে ফালান বেপারী তার ছোট ভাই কালাম বেপারীকে (তার কাকা) ১৪ হাজার টাকা ধার দেন।

পাওনা টাকা ফেরত চাইলেও টালবাহানা করতে থাকে, বৃহস্পতিবার দুপুরে ফালান তার পাওনা টাকা পুনরায় ফেরত চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠে কালাম।

প্রথমে দুজনের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ‘কালাম কাঠের লাঠি দিয়ে ফালানের মাথায় আঘাত করে’।

“এতে আমার বাবা মারা গেছে। আমরা এগিয়ে গেলেও তারা আমাদেরকেও মারধর করে।”

নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।