সাতক্ষীরায় ‘জোর করে গর্ভপাত,’ স্বামীসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরায় জোর করে গর্ভপাত করানোর অভিযোগে স্বামী ও নার্সসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 09:51 AM
Updated : 2 Sept 2021, 09:52 AM

ফাইল ছবি

সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, এক গৃহবধূ মামলা করার পর বৃহস্পতিবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা শহরের পলাশপোল এলাকার নাজমুল ইসলাম সজলের (২৮) স্ত্রী এই অভিযোগ করেন।

ওই নারীর অভিযোগ করেন, যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সদস্যরা তার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালান। গত ১৪ অগাস্ট সকালে তাকে মারধর করার পর বেলা ৩টার দিকে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে জোর করে গর্ভপাত ঘটানো হয়।

সুস্থ হয়ে বুধবার তিনি থানায় মামলা করেন বলে জানান।

ওসি দেলোয়ার হুসেন বলেন, মামলার পর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই নার্স, গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল ইসলাম সজল, তার বাবা বাবর আলী (৪৮), মা পারভীন সুলতানা (৩৯), নার্স শিরিন সুলতানা (৩৯) ও মমতাজ শাহানারা লিলি (৩৭)।