পাবনায় হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

পাবনার ঈশ্বরদীর একটি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড হয়েছ; এছাড়া অপর দুই আসামির তিন বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 02:36 PM
Updated : 1 Sept 2021, 02:36 PM

বুধবার পাবনা জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডিতরা হলেন রব্বেল (৪০), রুবেল (৩০)।

তিন বছর দণ্ড হয়েছে রফিকুল (৪৫) ও শিপনের ( ৩৮)।

পাবনা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুস সামাদ খান রতন জানান, ২০১৫ সালের ৮ এপ্রিল বিকেলে ঈশ্বরদীতে ভ্যান ভাড়া নেওয়ার কথা বলে আবু বকরকে ফোনে ডেকে নেন আসামিরা।

“তারা তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে যায়। পরদিন ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাশে ঝোপে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার হয়।”

এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আবু বকরের পরিবার।

আসামিরা আদালতে ফৌজদারি কার্যধারার ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান পিপি সামাদ খান।

মামলার অপর আসামি রাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয় বলেও পিপি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্দুস সামাদ খান রতন ও আসামি পক্ষে ছিলেন আবুল কালাম আজাদ রেন্টু।