টাঙ্গাইলে পানির স্রোতে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে প্রায় ১০টি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 10:52 AM
Updated : 1 Sept 2021, 10:52 AM

বুধবার ভোরে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রায় ৩০ বছর আগে এলজিইডির অধিনে নির্মিত কালভার্টটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করে।

বুধবার ভোরে কালভার্টটি পানির প্রবল স্রোতে ভেঙে যায় এবং প্রায় ১০টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় আমিনুল ইসলাম বলেন, “আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। এ কারণে মানুষ এখন নৌকাতে করে পারাপার হচ্ছেন।”

এ বিষয়ে উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, “কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল; সকালে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।