সাতক্ষীরায় ১০টি সোনার বারসহ চোরাকারবারি আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 09:19 AM
Updated : 1 Sept 2021, 09:19 AM

সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, মঙ্গলবার গভীররাতে কলারোয়া থানার বজ্রবাক্স বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম (৫০) ঘরচালা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

আল-মাহমুদ বলেন, গোপন খবরে বিজিবির একটি দল  ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণেরবারসহ চোরাকারবারী মনিরুলকে আটক করা হয়।

তিনি স্বর্ণের বারগুলো প্যান্টের কোমরে বিশেষ পদ্ধতিতে সেলাই করে বহন করছিল বলে জানান বিজিবির এ কর্মককর্তা।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৭৩ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিকে কলারোয়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।