রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কর্মসূচিতে হামলা

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। পরে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 09:18 AM
Updated : 1 Sept 2021, 09:18 AM

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী শহরের সাহেববাজার জিরো পয়েন্টে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। সেখানে তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রতীকী অনশন করে।

এ সময় পুলিশের সামনেই তাদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল লোক। তারা আন্দোলনকারীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়।

একজন আন্দোলনকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ একদল যুবক এসে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়।”

পরে পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

বোয়ালিয়া থানার ওসি নিবারণচন্দ্র বর্মণ বলেন, “কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।”

কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।