নওগাঁয় মাদক মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁয় অস্ত্র-মাদকসহ বিভিন্ন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক।  

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 07:43 AM
Updated : 1 Sept 2021, 08:09 AM

বুধবার দুপুরে শহরের ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, আগের রাতে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাঁ-পাড়ার বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল গফফার ওই এলাকার জহির সোনারের ছেলে।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল আব্দুল গফফারের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বিদেশ পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, ৫৩ বোতল ফন্সিডিল ও মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

গফফার বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার কর অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১২টি চোরাচালানের, ১টি অস্ত্র ও ১টি মাদক আইনে মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, গফফারের বিরুদ্ধে বদলগাছী থানায় চোরাচালান ও অস্ত্র আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।