মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
Published : 01 Sep 2021, 10:25 AM
বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে কারা সুপার হালিমা আক্তার জানান।
গত ৪ অগাস্ট ঢাকার বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।
তিন দফায় সাত দিনের রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট তাকে আদালতে হাজির করা হলে বিচারক কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারা সুপার হালিমা আক্তার বলেন, রাত ১০টার দিকে পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে এদিন সকাল সোয়া ৮টার দিকে তার আইনজীবী ণীলঞ্জনা রিফাত সুরভী ও খালু মো. জসিমউদ্দিনসহ কয়েকজন স্বজন কারাফটকে আসেন।
ণীলঞ্জনা সাংবাদিকদের বলেন, পরীমনি বের হওয়ার সময় সাক্ষাৎকার দেবেন না। ঢাকায় ফেরার পর বিশ্রাম নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।