সিরাজগঞ্জে নাতিকে হত্যায় দাদির ফাঁসির রায়

সিরাজগঞ্জে আট বছর বয়সী নাতিকে হত্যার দায়ে দাদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2021, 12:50 PM
Updated : 31 August 2021, 01:46 PM

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন বলে আদালতের পিপি আব্দুর রহমান জানান।

দণ্ডপ্রাপ্ত কুলসুম খাতুন সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের মজিবুর রহমান সেখের স্ত্রী।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুর রহমান জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে শিশুটির বাবা- মা বাড়িতে ঘুমাচ্ছিল। এমন সময় শিশু রিফাত বাইরে খেলতে গেলে তার দাদী কৌশলে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় রিফাতের বাবা চান মিয়া হত্যা মামলা করেন।

আটক হওয়ার পর কুলসুম খাতুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড ছাড়াও তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে আদালত।

আব্দুর রহমান বলেন, “নিহত শিশু রিফাত হোসেনের (৮) মা তার শাশুড়ি কুলসুম খাতুনের অবৈধ পরকীয়ার বিষয়টি জানতে পারার কারণে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরেই ঘটে হত্যাকাণ্ড।”