কক্সবাজারে বুনো হাতির খণ্ড খণ্ড দেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2021 03:10 PM BdST Updated: 31 Aug 2021 03:10 PM BdST
কক্সবাজারের রামু উপজেলায় ‘বিদ্যুতের শক দিয়ে হত্যা করা’ একটি বুনো হাতির খণ্ড খণ্ড দেহ উদ্ধার করেছে বনবিভাগ।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান।
গ্রেপ্তারকৃত নজির আহমদ (৭০) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকার বাসিন্দা।
রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মঙ্গলবার সকালে মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ি এলাকার ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, সোমবার রাতে ওই এলাকায় ধানক্ষেতে পাঁচ-ছয়টি বুনো হাতি আসে। ক্ষেতের মালিক নূরুল ইসলাম ও তার স্বজনরা হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তারা হাতিগুলোকে বিদ্যুতের শক দেন। এতে অন্য হাতিগুলো পালিয়ে যেতে সক্ষম হলেও একটি হাতি ঘটনাস্থলে মারা যায়। পরে মৃতদেহ ধারালো অস্ত্র দিয়ে খণ্ড খণ্ড করে ধানক্ষেতে মাটিচাপা দেওয়া হয়।
বন কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমার নেতৃত্বে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হত্যা জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় একজন বন কর্মকর্তা রামু থানায় সাধারণ ডায়েরি এবং কক্সবাজার বন আদালতে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
-
দুই বছর পর খুলনা-কলকাতা ট্রেন চালু রোববার
-
কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ
-
গবেষণায় অবদানের জন্য শাবির ৩ শিক্ষককে ’ভিসি অ্যাওয়ার্ড’
-
ফরিদপুরে সাড়ে তিন হাজার ভরি রুপা উদ্ধার, আটক ২
-
পাবনায় শিক্ষককে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
-
মেহেরপুর পৌর ভোটে ‘সব কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা’
-
কুমিল্লায় নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা
-
মানিকগঞ্জে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় জেলে নিখোঁজ
-
কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ
-
গবেষণায় অবদানের জন্য শাবির ৩ শিক্ষককে ’ভিসি অ্যাওয়ার্ড’
-
ফরিদপুরে সাড়ে তিন হাজার ভরি রুপা উদ্ধার, আটক ২
-
পাবনায় শিক্ষককে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
-
কুমিল্লায় নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা
-
মানিকগঞ্জে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় জেলে নিখোঁজ
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী