কক্সবাজারে বুনো হাতির খণ্ড খণ্ড দেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় ‘বিদ্যুতের শক দিয়ে হত্যা করা’ একটি বুনো হাতির খণ্ড খণ্ড দেহ উদ্ধার করেছে বনবিভাগ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2021, 09:10 AM
Updated : 31 August 2021, 09:10 AM

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান।

গ্রেপ্তারকৃত নজির আহমদ (৭০) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকার বাসিন্দা।

রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মঙ্গলবার সকালে মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ি এলাকার ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

তিনি স্থানীয়দের বরাতে বলেন, সোমবার রাতে ওই এলাকায় ধানক্ষেতে পাঁচ-ছয়টি বুনো হাতি আসে। ক্ষেতের মালিক নূরুল ইসলাম ও তার স্বজনরা হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তারা হাতিগুলোকে বিদ্যুতের শক দেন। এতে অন্য হাতিগুলো পালিয়ে যেতে সক্ষম হলেও একটি হাতি ঘটনাস্থলে মারা যায়। পরে মৃতদেহ ধারালো অস্ত্র দিয়ে খণ্ড খণ্ড করে ধানক্ষেতে মাটিচাপা দেওয়া হয়।

বন কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমার নেতৃত্বে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হত্যা জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় একজন বন কর্মকর্তা রামু থানায় সাধারণ ডায়েরি এবং কক্সবাজার বন আদালতে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।