রান্নাঘরের ধোঁয়া নিয়ে ঝগড়ায় গৃহবধূ নিহত, আটক ৫

মুন্সীগঞ্জে রান্নাঘরের ধোঁয়া নিয়ে হামলায় গৃহবধূ নিহতের ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2021, 12:18 PM
Updated : 30 August 2021, 12:18 PM

এই ঘটনায় নিহতের স্বামী মামলা করার পর সোমবার পুলিশ তাদের আটক করে। 

রোববার সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার ভিটি মালধা গ্রামে হামলায় আহত হন গৃহবধূ খাদিজা বেগম (৫০); রাতে হাসপাতালে তিনি মারা যান। খাদিজা ভিটি মালধা গ্রামের মোক্তার বেপারীর স্ত্রী।  

আটকরা হলেন রমজান বেপারী, বকুল বেগম, নাজমুল হাসান অভি, আনোয়ার হোসেন ছৈয়াল ও আলী ইসলাম।

টঙ্গীবাড়ি থানার ওসি মাহবুব আলম জানান, মোক্তার বেপারীর সঙ্গে প্রতিবেশী রমজান বেপারীসহ কয়েকজনের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে।

“সেই বিরোধের জের ধরে রান্না ঘরের ধোঁয়া যাওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে রোববার সন্ধ্যায় দুপক্ষ ফের বিবাদে জড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।”

ওসি আরও বলেন, ঝগড়ার এক পর্যায়ে প্রতিবেশী এক ব্যক্তি খাদিজাকে বাঁশ দিয়ে পেটায় ও পেটে লাথি মারলে খাদিজা গুরুতর আহত হন। পরে তাকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত খাদিজা বেগমের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

টঙ্গীবাড়ি থানার ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম বলেন, রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দুই প্রতিবেশীর ঝগড়া থেকে মারামারি হয়। সেই মারামারির এক পর্যায়ে হামলায় খুন হন খাদিজা।