‘অবৈধ’ হরিণ শিকার, চামড়া উদ্ধার বরগুনায়

বরগুনার তালতলীতে তিনটি হরিণের চামড়া উদ্ধার হয়েছে, যেসব হরিণ ‘অবৈধভাবে’ শিকার করা হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। 

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2021, 11:28 AM
Updated : 30 August 2021, 11:28 AM

সোমবার বেলা ১২টায় পাথরঘাটা ও ছকিনা কোস্ট গার্ড জোনের সদস্যরা ‘এমবি পাথারঘাটা’ নামের একটি ছোট লঞ্চে এই অভিযান চালায়।

কোস্ট গার্ড জানিয়েছে, গোপন খবর আসে যে পাথরঘাটা থেকে ছেড়ে আসা এমবি পাথারঘাটা নামের একটি ছোট লঞ্চে চোরা শিকারিরা তিনটি হরিণের চামড়া পাচারের উদ্দেশ্যে তালতলী নিয়ে যাচ্ছে।

পাথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম মো. ফাহিম জানান, গোপন খবরে পাথরঘাটা ও ছকিনা কোস্ট গার্ডের দুটি দল জয়ালভাঙা এলাকায় লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি; উদ্ধার হওয়া চামড়া তালতলী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।