চাঁদপুরে ‘টিকা বিক্রি’, ইপিআই পোর্টার বরখাস্ত

চাঁদপুরে টিকা বিক্রির অভিযোগে এক ইপিআই পোর্টারকে বরখাস্ত করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2021, 05:35 AM
Updated : 30 August 2021, 12:23 PM

জেলার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, গত ১৯ অগাস্ট উপজেলার মরাদোন গ্রামে ও ২২ অগাস্ট ঠাকুরচর গ্রামে বাড়িতে গিয়ে এই ইপিআই পোর্টার টাকার বিনিময়ে সিনোফার্মের টিকা দিয়েছেন বলে সত্যতা মিলেছে।

বহিষ্কৃত জাকির জোসেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তার দায়িত্ব ছিল কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়া।

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পর গঠিত তদন্ত দলের প্রতিবেদন আসে মঙ্গলবার। এরপর তাকে সাময়িক ব্যবস্থা করা হয়।

স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত বলেন, ইপিআই পোর্টার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পর সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর চিঠি পাঠানো হয়েছে। তদন্ত শেষে যদি জাকির হোসেনের সঙ্গে আর কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।