রাজশাহী মেডিকেলে এক দিনে কোভিডে ৭ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে কোভিডে সাতজনের মৃত্যু হয়েছে; একই সময় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন। তাছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2021, 04:50 AM
Updated : 30 August 2021, 04:50 AM

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি করা হয়েছে ২৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৫ জন। সোমবার সকাল ৬টায় কোভিড ইউনিটে রোগী ছিল ১৬১ জন।

শামীম ইয়াজদানী জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৯ জনের পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে রয়েছে ৫৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলাতা নিয়ে চিকিৎসাধীন আছে ২৯ জন।

রোববার রাজশাহী জেলার ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ দশমিক ৮৪ শতাংশ কোভিড রোগী পাওয়া গেছে। আগের দিন শনিবার ছিল ২১ দশমিক ৩১ শতাংশ। গত শুক্রবার ৮ দশমিক ৩৩ শতাংশ, বৃহস্পতিবার ১৯ দশমিক ০৩ শতাংশ, বুধবার ১৬ দশমিক ৮১ শতাংশ, মঙ্গলবার ১৭ দশকি ৭৪ শাতংশ আর গত সোমবার এই হার ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ।