চুয়াডাঙ্গায় দুর্ঘটনা, খুলনার পথে ট্রেন বন্ধ

চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় মধ্যরাত থেকে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2021, 03:15 AM
Updated : 30 August 2021, 06:19 AM

রোববার রাত একটার দিকে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান।

দুর্ঘটনায় পড়া বগিগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানান তিনি।

মিজানুর রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে নাটোর যাচ্ছিল।

“খুলনা-ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস যাওয়ার সুবিধার জন্য তেলবাহূ ট্রেনটি পাশের লাইনে রাখা হয়েছিল। সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পর তেলবাহী ট্রেনটি মূল লাইনে আনতে গেলে এর চারটি বগি লাইন থেকে পড়ে যায়।”