ব্রাহ্মণবাড়িয়ায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইস্কা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2021, 09:05 AM
Updated : 29 August 2021, 09:05 AM

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়।